ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হালদা নদী থেকে ২৫০০ মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০২:৩১ পিএম, ২৭ অক্টোবর ২০২৪

চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী থেকে দুই হাজার ৫০০ মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করেছে প্রশাসন। শনিবার দিবাগত রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত হালদা নদীর হাটহাজারী উপজেলা অংশের গড়দুয়ারা, উত্তর মাদার্শা এলাকা থেকে এসব জাল জব্দ করা হয়।

রোববার (২৭ অক্টোবর) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান।

তিনি বলেন, হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন অংশ, উত্তর মাদার্শার বিভিন্ন অংশ ও রাউজান সীমান্তের বিভিন্ন অংশে অভিযান চালানো হয়েছে। এ সময় পাঁচটি ঘেরা জাল জব্দ করা হয়।

জব্দ জালের পরিমাণ হবে প্রায় আড়াই হাজার মিটার। হালদা নদীর মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এমডিআইএইচ/এমআরএম/জেআইএম