বিদ্যুৎকর্মী বিদ্যুৎস্পৃষ্ট: ডিপিডিসির দুই কর্মী সাময়িক বরখাস্ত
রাজধানীতে সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎকর্মীদের হতাহতের ঘটনায় ডিপিডিসির এক কর্মকর্তা ও এক কর্মচারীতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার দায়ে ডিপিডিসির এনওসিএস মানিকনগর দপ্তরের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার ও নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. সেলিম সিরাজ ও অফিস সহকারী মো. আলী আজম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
এতে বলা হয়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) দপ্তরের আওতাধীন এনওসিএস মানিকনগরের ১১ কেভি ওয়াসা বহির্গামী ফিডারে রিনোভেশন কাজ বাস্তবায়নকালীন তড়িতাহত হয়ে আহত ও নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন্স) কিউ এম শফিকুল ইসলামের নেতৃত্বে ঘটনার দিন রাতেই এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
- আরও পড়ুন
- বিদ্যুৎকর্মী বিদ্যুৎস্পৃষ্ট, দুর্ঘটনা নয় দায়িত্বহীনতা
- ব্যাংকে থাকা অবস্থায় গ্রাহকের পেনশনের এক লাখ টাকা চুরি!
ঘটনার প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার দায়ে ডিপিডিসির এনওসিএস মানিকনগর দপ্তরের সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার ও নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. সেলিম সিরাজ ও অফিস সহকারী মো. আলী আজম খানকে ডিপিডিসি (কর্মচারী) সার্ভিস রুলস অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে জিএম (এইচআর) ডিপিডিসি দপ্তরে সংযুক্ত করা হয়েছে। কমিটির প্রাথমিক তদন্তে ডিপিডিসিতে কর্মরত এ দুজনের সম্পৃক্ততা পাওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ডিপিডিসি।
গত ২১ অক্টোবর সন্ধ্যায় মানিকনগর এলাকায় উচ্চচাপ (এইচটি ক্যাবল) বিদ্যুৎলাইনের তার পরিবর্তনের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন বিদ্যুৎ লাইনকর্মী (ফোরম্যান) মো. নবীর হোসেন। আহতরা হলেন, মাসুম মিয়া ও রবিউল ইসলাম। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
আজ শুক্রবার সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মানিকনগরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান উপদেষ্টা।
আরএমএম/কেএসআর/এএসএম