চলে গেলেন শিশুসাহিত্যিক এখলাসউদ্দিন
বিশিষ্ট শিশুসাহিত্যিক ও ছড়াকার এখলাসউদ্দিন আহমদ (৭৪) মারা গেছেন। বুধবার ভোর ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। এখলাসউদ্বিদনের ভাগ্নিজামাই লেখক আলী ইমাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত প্রায় একমাস ধরেই হাসপাতালে ছিলেন এখলাসউদ্দিন। অবস্থার অবনতি হওয়ায় গত পাঁচদিন ধরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল।
উল্লেখ্য, ১৯৪০ সালে কলকাতায় জন্মগ্রহণকারী এখলাসউদ্দিন আহমদ ষাটের দশকে ‘টাপুর টুপুর’ নামে শিশু-কিশোরদের জন্য একটি মাসিক পত্রিকা সম্পাদনা করে সাড়া জাগিয়েছিলেন। শিশুসাহিত্যে অবদানের জন্য ২০০০ সালে সরকার এখলাসউদ্দিন আহমদকে একুশে পদকে ভূষিত করে।
এছাড়া ১৯৬২ সালে পশ্চিমবঙ্গ যুব উৎসব পুরস্কার, ১৯৭১ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৮৩ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৮৬ সালে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, ১৯৯৯ সালে শিশু একাডেমি পুরস্কার পেয়েছেন তিনি।
‘এক যে ছিল নেংটি’; ‘হঠাৎ রাজার খামখেয়ালী’; ‘কাটুম কুটুম’; ‘ছোট্ট রঙিন পাখি’ তার প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য।
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই-আগস্টে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা
- ২ সংস্কার কমিশন প্রধানদের মর্যাদা-সুবিধা, সদস্যদের সম্মানী নির্ধারণ
- ৩ ‘বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে শিগগির সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ’
- ৪ আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬ জনসহ গ্রেফতার ২৭
- ৫ যুগ্মসচিবের শাস্তির দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ