ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অস্ত্র ঠেকিয়ে ৬ লাখ টাকা নিয়ে পালানোর সময় গ্রেফতার ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৭ পিএম, ২৪ অক্টোবর ২০২৪

রাজধানীর মোহাম্মাদপুর থানার বসিলা ব্রিজ এলাকায় একটি শিল্পপ্রতিষ্ঠানের ডেলিভারির পিকআপভ্যানে অস্ত্র ঠেকিয়ে ৬ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাই করে পানানোর সময় চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

তারা হলেন- দলনেতা মো. মাইনুদ্দিন (২০), মো. মেহেদী হাসান মিরাজ (২৭), মো. আরমান (২০) ও মো. আকাশ আহম্মেদ (১৯)।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত সামুরাই, চাপাতি, মোবাইল ও একটি সিএনজি (ঢাকা-থ-১১-১২৫৭)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম এসব তথ্য জানান।

তিনি বলেন, ২৩ অক্টোবর রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে একদল সংঘবদ্ধ ছিনতাইকারী রাজধানীর বসিলা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি শিল্পপ্রতিষ্ঠানের ডেলিভারির পিকআপভ্যানে অস্ত্র ঠেকিয়ে ৬ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাই করেছে। এ সময় র‌্যাব ঘটনাস্থলে উপস্থিত হলে ছিনতাইকারী পালানোর চেষ্টা করে। পালানোর সময় সংঘবদ্ধ ছিনতাই চক্রের দলনেতাসহ চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার, র‌্যাব, রাজধানীঅস্ত্র ঠেকিয়ে ৬ লাখ টাকা নিয়ে পালানোর সময় গ্রেফতার ৪

এ সময় উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত সামুরাই, চাপাতি, মোবাইল ফোন ও একটি সিএনজি (ঢাকা-থ-১১-১২৫৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তারা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই ও চাঁদাবাজি করে।

শিহাব করিম আরও জানান, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে র‌্যাব এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

টিটি/এমআরএম/জেআইএম