ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে ৫৮ হাজার এনআইডির সংশোধন আবেদন ঝুলে আছে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৪

চট্টগ্রাম অঞ্চলে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধনী আবেদনের সংখ্যা ৫৮ হাজার। বুধবার (২৩ অক্টোবর) এক বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

তিনি জানান, বিভিন্ন ক্যাটাগরিতে ৪৪ হাজার ৬২১টি এনআইডি সংশোধনের আবেদন ঝুলে আছে। আর তদন্তসহ অন্যান্য ক্যাটাগরিতে ১৩ হাজার ৫৮০টি আবেদন ঝুলে আছে। মোট ৫৮ হাজার ২০১টি আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।

এছাড়া চট্টগ্রামে অঞ্চলের প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে আট হাজার ৩৫৭টি আবেদন করেছেন। এগুলোর মধ্যে অনুমোদন হয়েছে দুই হাজার ৯১১টি আবেদন। বাতিল হয়েছে ৭৯টি, তদন্তাধীন রয়েছে এক হাজার ৪২২টি, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাতিল হয়েছে ৫৪টি আবেদন, অনুমোদনের অপেক্ষায় রয়েছে ১৩টি আবেদন এবং বায়োমেট্রিক তথা আঙ্গুলের ছাপ গ্রহণ সম্পন্ন হয়েছে চার হাজার ৯৮টি আবেদন।

এদিকে চট্টগ্রাম অঞ্চলে ভোটার স্থানান্তর হয়েছে দুই লাখ ছয় হাজার ৯৯৮জন।

এমওএস/এমআইএইচএস/এএসএম