ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘১৫ বছর সরকারের লেজুড়বৃত্তি সংগঠন ছিল দুদক’

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২১ অক্টোবর ২০২৪

দুর্নীতিবাজদের গ্রেফতার ও দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র জনতা ঐক্য মঞ্চ নামের একটি সংগঠন। সোমবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক আবদুল্লাহ আল হোসাইন বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিস্টরা দুর্নীতি করেছে, তখন দুদক চোখে কালো চশমা পরে ছিল। তারা যদি কালো চশমা না পরে থাকতো তাহলে বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হতো না। দেশের টাকা পাচার হওয়ার জন্য দুদক কর্মকর্তারা দায়ী।

তিনি বলেন, দুদক কালো কাপড় পরে ঘুমিয়ে ছিল। তারা বিগত সরকারের লেজুড়বৃত্তি সংগঠন হিসেবে কাজ করেছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে দুদককে যে সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছে, তারা সেটি ব্যবহার করেনি।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী বলেন, বিদেশে যারা টাকা পাচার করে পালিয়ে গেছে তাদের দেশে ফেরাতে হবে। বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনতে হবে। তাদের আইনের আওতায় আনতে হবে।

এসএম/এমকেআর/এমএস