চট্টগ্রাম
মধ্যরাতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, পাল্টা ডাক সমন্বয়কদের
হাসিনা সরকারের পতনের প্রায় আড়াই মাস পর চট্টগ্রামে হঠাৎ মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ অক্টোবর) দিনগত রাত পৌনে একটার দিকে কোতোয়ালী থানার জামালখান সড়কে প্রায় ৫০ থেকে ৬০ জন যুবক এ মিছিল বের করে। এদিকে রাজপথে হঠাৎ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে শনিবার বিকেল তিনটায় জামালখান মোড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত পৌনে একটার দিকে জামালখান মোড় থেকে একটি ঝটিকা মিছিল চেরাগি মোড়ের দিকে চলে যায়। এসময় মিছিলের অগ্রভাগে কয়েকটি মোটরসাইকেল ছিল। মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা শেখ হাসিনা’ ইত্যাদি স্লোগান দেয়। এসময় কারও কারও হাতে আগ্নেয়াস্ত্র ছিল।
বিষয়টি সম্পর্কে জানতে কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরীর দাপ্তরিক মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। একইভাবে সিএমপির জনসংযোগের দায়িত্বে থাকা অতিরিক্ত উপ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজের মুঠোফোনেও কল দেওয়া হলে তিনিও রিসিভ করেননি।
স্বৈরাচারের সমর্থকদের মধ্যরাতে ঝটিকা মিছিলের বিষয়ে ক্ষুদ্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডে শহীদদের রক্তরঞ্জিত রাজপথে পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা স্লোগান দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। এ প্রতিবাদে শনিবার বিকাল তিনটায় জামালখানে বিক্ষোভ সমাবেশ হবে। তিনি দলমত নির্বিশেষে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে পুনরায় নামার আহ্বান জানান।
এমডিআইএইচ/এসআইটি/এএসএম