ঢাকায় পা পিছলে পুকুরে পড়ে নারীর মৃত্যু
রাজধানী ঢাকার ডেমরার পাইটি এলাকায় পুকুরে ডুবে নিলুফা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে তিনি পুকুরে পড়ে যান। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল চারটার দিকে মৃত ঘোষণা করেন।
- আরও পড়ুন
- মিরপুরের যুবলীগ নেতা ‘চশমা রুবেল’ গ্রেফতার
- বিড়াল তাড়াতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে নারীর মৃত্যু
নিলুফা বেগমের স্বামী মো. মোস্তফা কামাল বলেন, আমার স্ত্রী দুপুরে আমাদের বাড়ির সামনের পুকুরে ওজু করতে যান। সে সময় পা পিছলে পানিতে পড়ে যান। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/কেএসআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের কুশল বিনিময়
- ২ বিতর্কিত ভোট কেন, সাবেক তিন সিইসির কাছে জানতে চাইতে পারে কমিশন
- ৩ যথাযোগ্য মর্যাদায় নৌঅঞ্চলে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
- ৪ ছাত্র আন্দোলনে আহতদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান: সারজিস আলম
- ৫ ভোটাধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হলে তরুণদের রক্তের সঙ্গে বেইমানি হবে