ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে বিপুল বিদেশি মুদ্রা ও টাকা জব্দ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ১৭ অক্টোবর ২০২৪

চট্টগ্রাম নগরের হালিশহরে চসিকের সাবেক এক কাউন্সিলরের মালিকানাধীন গোডাউনে যৌথবাহিনী অভিযান চালিয়েছে। এতে বিপুল পরিমাণ সিগারেটের ব্যান্ডরোল, বিদেশি মুদ্রা ও টাকা উদ্ধারের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রমনা আবাসিকে এ অভিযান শুরু করে যৌথবাহিনীর একটি টিম। বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।

তিনি বলেন, অভিযান এখনো চলমান। যৌথবাহিনীর সঙ্গে হালিশহর থানার টিম রয়েছে। এখনো ফিরে আসেনি থানায়।

সূত্র বলছে, গোডাউনটি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুস সবুর লিটনের

প্রসঙ্গত, নিষিদ্ধ ব্যান্ড রোল আমদানি, নকল সিগারেট বাজারজাত করা, প্যানেল মেয়র হওয়ার জন্য চসিকের অধিকাংশ কাউন্সিলরকে লাখ টাকা দামের আইফোন উপহার দেওয়াসহ আবদুস সবুর লিটনের বিরুদ্ধে নানান অভিযোগ ও বিতর্ক রয়েছে।

এএজেড/এমএইচআর/জিকেএস