ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গুলির লক্ষ্যবস্তু আনাসের বদলে আমিও হতে পারতাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:১৮ এএম, ১৫ অক্টোবর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্টের একটি ঘটনার স্মৃতিচারণ করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৫ অক্টোবর) নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে সেদিন স্নাইপারের গুলিতে শহীদ হওয়া আনাসের একটি চিঠি শেয়ার করে এই স্মৃতিচারণ করেন আসিফ মাহমুদ।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেন, ৫ আগস্ট নাজিমউদ্দীন রোডের দিক থেকে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করছিলাম আমরা। চানখারপুল থেকে পুলিশ, বিজিবি গুলি করছিল থেমে থেমে।

আবার বার্ন ইউনিট থেকে স্নাইপার ব্যবহার করা হচ্ছিল। স্নাইপারের গুলিতে আমার পাশে দাঁড়ানো অবস্থাতে শহীদ হয় আনাস। গুলির লক্ষ্যবস্তু আনাসের বদলে আমিও হতে পারতাম।

এমআইএইচএস/জিকেএস