ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঘরে বসেই রিচার্জ করা যাবে মেট্রোরেলের এমআরটি পাস

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:৪৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৪

 

ঢাকা মেট্রোরেলের ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পাস কার্ডের জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে। যার মাধ্যমে যাত্রীরা সহজেই ঘরে বসে কার্ড রিচার্জ করতে পারবেন।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

তিনি বলেন, এই অ্যাপের মাধ্যমে কার্ডহোল্ডার যাত্রীরা সহজেই ঘরে বসে নিজ নিজ কার্ড রিচার্জ করতে পারবেন। দ্রুতই চুক্তি হবে, বিষয়টি ফাইনাল স্টেজে আছে। আশা করি, শিগগির ভালো সংবাদ দিতে পারবো।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আবদুর রউফ জানান, মঙ্গলবার পুনরায় চালু হতে যাচ্ছে বন্ধ থাকা মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন। কাল উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এটি উদ্বোধন করবেন। সেসময় তিনি এই স্টেশনে মেরামতে কত খরচ হয়েছে জানাবেন।

এমএমএ/জেডএইচ/