‘দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার এখনই সুযোগ’
দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার এখনই সুযোগ বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. আবুল হোসেন।
সোমবার (১৪ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
দুদক পরিচালক বলেন, আগে মানুষের বাকস্বাধীনতা ছিলো না। দুর্নীতির বিরুদ্ধে কথা বলা কঠিন ছিলো। ছাত্র জনতার আন্দোলনে আমরা নতুন একটি বাংলাদেশে পেয়েছি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস বর্তমান সরকারের নেতৃত্ব দিচ্ছেন। এ সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। দুর্নীতি দমন কমিশনকে সংস্কারের উদ্যোগ নিয়েছেন। তাই এখনই দুর্নীতির বিরুদ্ধে কথা বলার মোক্ষম সময়।
তিনি বলেন, বর্তমানে দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছেঁয়ে গেছে। একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়তে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মানুষের মাঝে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতে প্রতিরোধ কমিটিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
দুর্নীতি প্রতিরোধ কমিটি পটিয়া উপজেলার সভাপতি ছৈয়দ খুরশীদ আলমের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-পরিচালক আতিকুল আলম।
দুপ্রক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দুদকের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দীন, দুপ্রক সহ-সভাপতি আবুল খায়ের, সদস্য লায়ন শংকর সেনগুপ্ত, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, রোকেয়া বেগম, শফিউল আজম।
এমডিআইএইচ/এমআরএম/জেআইএম