ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আইএসপিআর

‘বিএসইসিতে নিরাপত্তার দায়িত্বে সশস্ত্র বাহিনী’, সংবাদটি সঠিক নয়

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ০৯ অক্টোবর ২০২৪

বিভিন্ন গণোমাধ্যমে প্রকাশিত হয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী’। তবে এমন সংবাদ সঠিক নয় বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর বলছে, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

বুধবার (৯ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, গত ৭ ও ৮ অক্টোবর অনলাইন ও অফলাইন বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় বিএসইসিতে নিরাপত্তার দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী সম্পর্কিত সংবাদ প্রকাশিত হয়, যা সঠিক নয়।

সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এমতাবস্থায়, সংবাদটির সংশোধনী প্রকাশ/প্রচার করার জন্য অনুরোধ জনিয়েছে আইএসপিআর।

টিটি/এমআইএইচএস/জিকেএস