ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৬৫ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে গুলিবিদ্ধ জীবন

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২৩ পিএম, ০৯ অক্টোবর ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পল্টন থানা আওয়ামী লীগ অফিস এলাকার পাশে গুলিবিদ্ধ মো. রমজান মিয়া জীবন (২৬) মারা গেছেন।

বুধবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

নিহত জীবনের বাবা জামাল মিয়া বলেন, আমার ছেলে আলুবাজার এলাকায় একটি জুতার কারখানায় কাজ করতো। গত ৫ আগস্ট পল্টন এলাকায় সংঘর্ষ চলাকালীন তার মাথায় গুলি লাগে। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ আমার ছেলে মারা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম/জেআইএম