ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

লেবানন থেকে ফিরতে ১১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে প্রবাসীদের

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৯ অক্টোবর ২০২৪

লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের আগামী ১১ অক্টোবরের মধ্যে বৈরুত দূতাবাসে আবেদন করতে হবে।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস বুধবার (৯ অক্টোবর) এ প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানায়, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ‘স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের প্রাথমিক তথ্য’ সংগ্রহ করা হচ্ছে। দূতাবাসের ফেসবুকে প্রদত্ত নির্ধারিত ফরম ডাউন লোড করে/হার্ডকপি সংগ্রহ করে আগামী ১১ অক্টোবর, রাত ১২টার মধ্যে পূরণকৃত ফরম জমা করতে হবে।

চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী ব্যক্তি ও সামাজিক সংগঠনের সহায়তায় পরিচালিত বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলো অথবা বৈরুতের দাওরায় ইসমাঈলের দোকান হতে ফরম সংগ্রহ এবং জমা করা যাবে। ই-মেইল নম্বর- [email protected]এ পূরণ করা ফরম পাঠানো যাবে।

আইএইচআর/জেএইচ/এএসএম