ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রাম বন্দরে অর্ধশতাধিক গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১২ পিএম, ০৮ অক্টোবর ২০২৪

চট্টগ্রাম বন্দরের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাতে চলছে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন। বন্দরে অপারেশনে নিয়োজিত সাইফ পাওয়ারটেকের অন্তত ৬০টি বিভিন্ন ধরনের গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় ১০ গাড়িকে ৩০ হাজার টাকা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বন্দরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ চিত্র দেখতে পান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় অফিসের কর্মকর্তারা। অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান অপু।

মাহমুদ হাসান অপু বলেন, অভিযানে ১০টি যানবাহনকে ৩০ হাজার টাকা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এসব যানবাহন বিআরটিএ থেকে দ্রুততম সময়ে নিবন্ধন নেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. আনোয়ার হোসেন, মেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খিশা, জেলা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন, বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারী আল-ফরহাদ ও এমিল চাকমা অংশ নেন।

এমডিআইএইচ/এমএএইচ/এএসএম