চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর ওয়ারীর টিপু সুলতান রোডের একটি পরিত্যক্ত ভবনে চুরি করতে গিয়ে ওপর থেকে পড়ে মো. ফারুক (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল আলম বলেন, খবর পেয়ে ওয়ারী এলাকার একটি পরিত্যক্ত বাসার সামনে থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি বলেন, আমরা ওই এলাকার লোকজনের মুখে থেকে জানতে পারি একটি পরিত্যক্ত বাড়িতে চুরি করতে এসে ওপর থেকে নিচে পড়ে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাজী আল আমিন/এমআইএইচএস/এএসএম