রাজধানীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মেরুল বাড্ডার একটি বাসা থেকে ফেরদৌসী (১২) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফেরদৌসীর দুলাভাই ইয়ার আলী জানান, ফেরদৌসী একটি পোশাক কারখানায় কাজ করতো। শাওন নামের এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলের সঙ্গে ফোনে ফেরদৌসীর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সে অভিমান করে নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বরগুনার সদর উপজেলায়। বর্তমানে মেরুল বাড্ডা হাজী বাড়ি জামে মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কাজী আল আমিন/এসআইটি/জেআইএম