শুল্ক গোয়েন্দার নতুন ডিজি মুশফিকুর রহমান
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনারেটের কমিশনার সৈয়দ মুশফিকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও কিছু গুরুত্বপূর্ণ পদে কয়েকজনকে বদলি ও পদায়ন করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) কাস্টমস ও ভ্যাট প্রশাসনের প্রথম সচিব আমীমুল ইহসান খানের সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা (পূর্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনারেটের কমিশনার মুহাম্মদ জাকির হোসেনকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনারেটে বদলি করা হয়েছে।
ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনারেটের কমিশনার আবুল বাশার শফিকুরকে কাস্টমস অব কমিশনার (বন্ড) ঢাকা উত্তরের কমিশনারেটে বদলি করা হয়েছে।
ঢাকা-১ এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটে আপিল কমিশনারেটের কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দিনকে ঢাকা (পূর্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনারেটে বদলি করা হয়েছে।
এছাড়া পৃথক প্রজ্ঞাপনে ২৭ জন যুগ্ম কমিশনারকে কমিশনারেটে বদলি করা হয়েছে।
এসএম/এমকেআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের কুশল বিনিময়
- ২ বিতর্কিত ভোট কেন, সাবেক তিন সিইসির কাছে জানতে চাইতে পারে কমিশন
- ৩ যথাযোগ্য মর্যাদায় নৌঅঞ্চলে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
- ৪ ছাত্র আন্দোলনে আহতদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান: সারজিস আলম
- ৫ ভোটাধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হলে তরুণদের রক্তের সঙ্গে বেইমানি হবে