ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গুলশানে জোড়া খুন: মূল সন্দেহভাজন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:০১ এএম, ০২ অক্টোবর ২০২৪

রাজধানীর গুলশান-২ এ একটি মুদি দোকান থেকে দুজনের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজনকে গ্রেফতার করেছে র‍্যাব। তার নাম রুমন।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে দুজনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বুধবার (২ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর গুলশান-২ নম্বরে অবস্থিত একটি মুদি দোকানের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ। নিহত দোকানের মালিকের নাম মো. রফিক (৬২) ও কর্মচারী মো. সাব্বির (১৬)।

এ ঘটনায় নিহত রফিকের ছেলে বাপ্পী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: গুলশানে দোকানে মিললো দুজনের গলাকাটা মরদেহ, সারাদেহে কোপানোর চিহ্ন

এর আগে গুলশান থানা সূত্রে জানা যায়, গুলশান-২ নম্বরে অবস্থিত মুদি দোকানটির মালিক মো. রফিক। আর দোকানের কর্মচারী সাব্বির। তবে কিছুদিন আগে ওই দোকানে নতুন আরেকজন ছেলেকে কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ঘটনার পর থেকে নতুন নিয়োগ পাওয়া ওই কর্মচারী পলাতক। পুলিশের ধারণা তাকে গ্রেফতার করতে পারলেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা যাবে।

গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জাগো নিউজকে বলেন, দোকানে কর্মচারী হিসেবে নতুন যোগ দিয়েছিল ছেলেটি। তিনি কার মাধ্যমে যোগ দিয়েছিলেন তাকেও শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এই দুজনকে গ্রেফতার করা গেলে হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

টিটি/এমএইচআর