ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিয়োগের একদিন পর খাদ্যসচিব ইলাহী দাদ খানের চুক্তি বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০১ অক্টোবর ২০২৪

খাদ্যসচিব হিসেবে ইলাহী দাদ খানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। দুই বছরের জন্য সোমবার (৩০ সেপ্টেম্বর) এ নিয়োগ পেয়েছিলেন বিসিএস খাদ্য ক্যাডারের এ কর্মকর্তা।

মঙ্গলবার (১ অক্টোবর) তার এ নিয়োগ বাতিল করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে উদ্ধৃত করে চুক্তি বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

তবে, কী কারণে তার নিয়োগ বাতিল করা হলো এ বিষয়ে কিছুই জানায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনকে সোমবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। এরপর অন্য আদেশে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী ইলাহী দাদ খানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়।

আরএমএম/এমএএইচ/এএসএম