ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ছিনতাইয়ে বাধা দেওয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২৮ এএম, ০১ অক্টোবর ২০২৪

রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ার জেরে মো. রাসেল শিকদার (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই রুবেল শিকদার অভিযোগ করেন, রাসেল অনলাইনে জুতার ব্যবসা করতেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ কুতুবখালী এলাকায় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই পিয়াস, হৃদয়, আশিক, নাঈমসহ আরও কয়েকজন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে আনা হয়। রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

রুবেল শিকদার অভিযোগ করেন, দুই দিন আগে এলাকায় ছিনতাইকালে বখাটেদের বাধা দেন রাসেল। ওই ঘটনার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে। বাবার নাম আসলাম শিকদার। যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী এলাকায় ভাড়া থাকেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/ইএ/জেআইএম