চট্টগ্রামে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই মরদেহ উদ্ধার
পতেঙ্গায় অপরিশোধিত তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দুর্ঘটনাকবলিত বাংলার জ্যোতি ট্যাংকার জাহাজ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের একজন জাহাজটির ডেক ক্যাডেট সৌরভ। অন্যজনের ছিন্ন-বিছিন্ন মরদেহ শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আরেকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মাসুদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিস্ফোরণে ক্যাডেট সৌরভের দেহ ঝলসে যায়। জাহাজে আরও একজনের ছিন্ন-বিছিন্ন দেহাংশ পাওয়া যায়।
আরও পড়ুন
শিপিং করপোরেশনের নাবিকদের সংগঠন সি ম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন, এই দুর্ঘটনায় নিখোঁজের তালিকায় ছিলেন ক্যাডেট সৌরভ, ফোরম্যান নুরুল ইসলাম ও ক্যাজুয়াল স্টাফ হারুন। খুঁজে পাওয়া অন্য দেহাংশগুলো নুরুল ইসলাম কিংবা হারুনের হতে পারে বলে জানান তিনি।
এর আগে এদিন বেলা ১১টার দিকে পতেঙ্গাস্থ কর্ণফুলী নদীতে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে ক্রুড খালাসের জন্য বার্থিংয়ে থাকা এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এমডিআইএইচ/ইএ/এমএস