মৃত্যুদণ্ড বহালে সন্তুষ্ট মুক্তিযোদ্ধারা
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় সন্তুষ্টি প্রকাশ করেছে মুক্তিযোদ্ধারা।
নিজামীর রিভিউ আবেদন খারিজ করে ফাঁসি বহাল রাখায় আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে থাকে সেখানে আসা মুক্তিযোদ্ধারা। তারা ‘ভি’ চিহ্ন দেখিয়ে বলতে থাকে, জাতি আজ সঠিক বিচার পেয়েছে। যত দ্রুত সম্ভব এই রায় কার্যকর করে বাঙালি জাতিকে কলঙ্ক মুক্ত করা হোক।
এর আগে মানবতাবিরোধী অপরাধে মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপলি বিভাগ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
বেঞ্চের অন্যান্য বিচারপতিরা হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী।
এএস/এমএমজেড/এএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ