বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৯ মাঝি-মাল্লা উদ্ধার
লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে ১৯ মাঝি-মাল্লা নিয়ে এফবি আমির হামজা নামে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনাস্থলের অদূরে থাকা একটি ফিসিং জাহাজ মাঝি-মাল্লাদের উদ্ধার করতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম বন্দর থেকে ১৪৩ কিলোমিটার দূরে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক জানান, দুর্ঘটনাস্থলের অদূরে থাকা এফভি আর্নিমা-১ নামের ফিশিং জাহাজটি তাৎক্ষণিকভাবে ডুবন্ত ট্রলারের ১৯ জেলে ও মাঝি-মাল্লাকে উদ্ধার করে। উদ্ধার ১৯ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ট্রলার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএজেড/এসআইটি/এএসএম