ড. ইউনূসকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের শুভেচ্ছা
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের সদরদপ্তরে তাদের মধ্যে এ সাক্ষাৎ হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান। এ সময় উভয় নেতা কুশল বিনিময় করেন।
এদিন অধ্যাপক ড. ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত একটি সংবর্ধনায়ও যোগ দেওয়ার কথা রয়েছে।
আইএইচআর/ইএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা