ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:২৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ সাক্ষাৎ হয়। এ সময় তারা দুই দেশের সম্পর্ক আরও জোরালো করার বিষয়ে আলোচনা করেন।

সকালে যুক্তরাষ্ট্রের বিশিষ্ট আইনজীবী, লেখক ও রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট মানবাধিকারকর্মী কেরি কেনেডি ও ইউএসএআইডির অ্যাডমিনিস্ট্রেটর সামান্থা পাওয়ারের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ হয় ড. মুহাম্মদ ইউনূসের। এ সময় তারা কুশল বিনিময় করেন।

আইএইচআর/এমএসএম