চট্টগ্রামে সিগারেটের আগুনে পুড়লো দুই দোকান
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় সিগারেটের আগুনে দুটি দোকান পুড়েছে। আগুনে দুই দোকান মালিকের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বাকলিয়ার বগার বিল এলাকায় আগুনের সূত্রপাত হয়।
চন্দনপুরা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মোহাম্মদ সাইফ বলেন, ‘আগুনে একটি স্টিলের মালামালের দোকান ও একটি ভাঙারির দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুইজন মালিকের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
‘ভোর ৫টার দিকে ভাঙারি দোকানে সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফায়ার ফাইটাররা ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করে’- বলেন মোহাম্মদ সাইফ।
এএজেড/জেএইচ/জেআইএম