ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযান, বাড়িতে মিললো ১২ রামদা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:১৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি বাসা থেকে ১২টি রামদা ও হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আকমল আলী সড়কের খাসা মিয়া মোড় সংলগ্ন আলম মঞ্জিলের নিচতলার একটি বাসা থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে সেনা ও পুলিশ সদস্যরা আলম মঞ্জিল নামক ভবনের নিচতলার একটি ভাড়া কক্ষে তল্লাশি চালান। সেই ঘর থেকে কিছু অস্ত্র উদ্ধারের পর তা দুটি পাটের বস্তায় করে নিয়ে যাওয়া হয়।

ভবনের মালিক মো. শাহাদাত বলেন, ‘আমার ভবনের নিচতলার এক ভাড়াটিয়ার বাসা থেকে ১০-১২টি রামদা উদ্ধার করা হয়েছে। এক ছেলে এক মেয়েসহ তারা চারজনের পরিবার ওই ঘরে থাকেন ২ থেকে ৩ বছর ধরে। ছেলেকে না পেয়ে গতকাল ছেলের বাবাকে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী।’

এএজেড/এসআইটি/এমএমএআর/এমএস