সাজেকে আটকা ১৪০০ পর্যটককে ফিরিয়ে আনলো সেনাবাহিনী
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকা ৭২ ঘণ্টার ধর্মঘটে সাজেকে আটকা পড়া ১ হাজার ৪০০ জন পর্যটককে খাগড়াছড়িতে ফিরিয়ে এনেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত বুধবার খাগড়াছড়ির নিউজিল্যান্ড পাড়া এলাকায় মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় পাহাড়িরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
- আরও পড়ুন
সাজেকে আটকা পড়েছে ৮ শতাধিক পর্যটক
সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরছেন
খাগড়াছড়িতে চলছে ‘সিএইচটি ব্লকেড’
পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় শতাধিক দোকানপাট ও বসতবাড়ি। এ ঘটনায় আরও তিন যুবক নিহত হন। এতে উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। এরপর ডাকা ৭২ ঘণ্টার ধর্মঘট ঘোষণা করা হয়। এতে আটকা পড়েন পর্যটকরা।
টিটি/ইএ/জেআইএম