ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দোকান বন্ধ করে বাসায় ফেরা হলো না জনির

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৫ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৪

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের ঢালে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোহাম্মদ জনি (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় জনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত জনির ভাই সাইফুল বলেন, রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন জনি। পথে কাজলা ব্রিজের ঢালে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয় তাকে। এতে গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। ডেমরা রোড কাজলা এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এসএনআর/এমএস