গরম কমবে কবে জানালো আবহাওয়া অফিস
মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারাদেশে বৃষ্টি কমে বেড়েছে গরম। গত সপ্তাহজুড়ে দেশে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ ছিল। আজও সারদেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তবে আগামী দুইদিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হলে সারাদেশে বৃষ্টি বেড়ে ভ্যাপসা গরম কমতে পারে।
শনিবার (২১ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সারাদেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এসময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আরও পড়ুন
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। তখন সারাদেশে বৃষ্টি বেড়ে ভ্যাপসা গরম কমতে পারে।
গতকাল শুক্রবার দেশে সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল নেত্রকোনায়। এদিন ঢাকায় তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গত দুই মাসে সর্বোচ্চ। গতাকাল সর্বোচ্চ ৯২ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে।
আরএএস/কেএসআর/এমএস