গণহত্যাকারীদের সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা নয়: আসিফ নজরুল
রাষ্ট্র সংস্কার বিষয়ে ছাত্র-জনতার বিপ্লবের সময় ‘গণহত্যাকারী’ আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, সুস্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, প্রায় এক হাজার মানুষকে হত্যা করেছে, আরও অনেক মানুষকে গুরুতর আহত করেছে, চক্ষুহীন করেছে, যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না।
তিনি আরও বলেন, তাদের (গণহত্যাকারীদের) বাদে সমাজের যত প্রতিনিধিত্বকারী শ্রেণি আছে, রাজনৈতিক দল আছে, সামাজিক, পেশাজীবী, ছাত্র সংগঠন, বিপ্লবী অভ্যুত্থানে যারা ছিলেন প্রতিটি সেক্টরের মতামত যতটা পারা যায় প্রতিফলিত করা হবে।
এসইউজে/এমকেআর/জেআইএম