ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৪

রাজধানীর বাড্ডার আফতাবনগরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে মো. জাহিদ (১৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ওই এলাকার ডি-ব্লকের একটি ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করে।

জাহিদের মামাতো ভাই শামীম বলেন, আমার ভাই রাজমিস্ত্রির কাজ করতেন। দুপুরে আফতাব নগর ডি-ব্লকের নির্মাণাধীন ভবনের দোতালায় প্লাস্টার কাজ করার সময় তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। পরে অচেতন অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস/জেআইএম