ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ০৪:৫৪ এএম, ২৩ ডিসেম্বর ২০১৪

প্রাক্তন কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের মানবতাবিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ মানবতাবিরোধী অপরাধের দায়ে কায়সারের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহিনুর ইসলাম।

সকাল সাড়ে ৮টায় পুলিশি নিরাপত্তায় কেন্দ্রীয় কারাগার থেকে কায়সারকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এ সময় কায়সারের পরনে ছিল সাদা প্যান্ট ও ছাই রঙের ব্লেজার। বর্তমানে কায়সারকে ট্রাইব্যুনালের ভেতরে হাজতখানায় রাখা হয়েছে।

রায়কে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে হাইকোর্ট এলাকা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও মৎস্য ভবন এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।