ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাস্তায় খেলতে গিয়ে অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৪

রাজধানীর কাফরুল থানাধীন এলাকায় রাস্তায় খেলার সময় অটোরিকশাচাপায় মিরা নামে দেড় বছর বয়সী এক শিশু মারা গেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কাফরুলের কচুক্ষেত ইব্রাহিমপুর ঈদগা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা নয়ন জানান, তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন। মিরা বিকেলে বাসার সামনে খেলছিল। তখন একটি ব্যাটারিচালিত অটোরিকশা দ্রুতগতিতে যাওয়ার সময় সে নিচে চাপা পড়ে। পরে মেয়েকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর থানার বামনাছড়ায়। বর্তমানে কচুক্ষেত ইব্রাহিমপুর ঈদগা রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মিরা ছিল তার একমাত্র সন্তান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর/এএসএম