ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিমানের উইন্ডশিল্ডে ফাটল, দুবাইয়ে জরুরি অবতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৪

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর মাঝ আকাশে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজের ককপিটের উইন্ডশিল্ডে (প্লেনের সামনের অংশের কাচ) ফাটল ধরে। ফাটল চোখে পড়ার পর ফ্লাইটটি জরুরি অবতরণ করেছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে বিমানের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজে এই দুর্ঘটনা ঘটে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বিমানের বিজি-৩৪৮ ফ্লাইটটি স্থানীয় সময় শনিবার ১২টায় দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। ফ্লাইটটি যখন ওমানের আকাশে, ককপিটের উইন্ডশিল্ডে ফাটল দেখতে পান পাইলট। তখন পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে দুবাই ফিরে যান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম সাংবাদিকদের জানান, ককপিটের কাচে ফাটল দেখা দেওয়ার পর ক্যাপ্টেন প্লেনটিকে দুবাই ফেরানোর সিদ্ধান্ত নেন। যাত্রীরা বর্তমানে দুবাইয়ে আছেন। তাদের দেশে ফেরাতে বিমানের একটি রেসকিউ ফ্লাইট আজ দুপুরে দুবাই গেছে। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৫টায় দুবাই পৌঁছায়। আটকে থাকা যাত্রীদের নিয়ে বিমানটি বাংলাদেশ সময় রাত ১০টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এমএমএ/এমআরএম/জিকেএস