আগুনে পুড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে আগুনে পুড়ে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনে পুড়ে ওই পরিবারের রিনা আক্তার (১২), সিমা আক্তার (১০), ঝুমা (৭), রোজী (৩৫) ও মারুফ (৫) মারা যান।
ফায়ার সার্ভিস, চট্টগ্রামের উপ-পরিচালক মো. জসীম উদ্দিন ওই দুর্ঘটনায় পাঁচজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলেন, হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি দমকল বাহিনীর টিম গিয়ে ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র ও স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মাহবুবল আলমের বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আবার কেউ কেউ বলছেন, গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণের মাধ্যমে ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা