ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পদত্যাগ করলেন এনার্জি রেগুলেটরি কমিশনের তিন সদস্য

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২৯ আগস্ট ২০২৪

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) তিন সদস্য পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন ও আবুল খায়ের মো. আমিনুর রহমান বৃহস্পতিবার তাদের সদস্যপদ থেকে পদত্যাপত্র দাখিল করেছেন। আগামী ৩০ আগস্ট থেকে এটি কার্যকর হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত ‌৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পরে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

এরপর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া ব্যক্তিরা পদত্যাগ করছেন কিংবা সরিয়ে দেওয়া হচ্ছে।

আরএমএম/কেএসআর/এমএস