ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডিবি কর্মকর্তার সন্ধান চেয়ে ডিএমপি কমিশনারের কাছে স্ত্রীর চিঠি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৯ এএম, ২৯ আগস্ট ২০২৪

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) ইফতেখার মাহমুদের খোঁজ মিলছে না। গত ছয়দিন ধরে নিখোঁজ তিনি। এসি ইফতেখার মাহমুদের সন্ধান চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দিয়েছেন তার স্ত্রী সাবা তাহসিন।

জানা যায়, গত ২২ আগস্ট সাড়ে ১০টার দিকে চালকসহ গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ইফতেখার মাহমুদ। এরপর ২৪ আগস্ট ডিএমপি কমিশনার বরাবর তার স্ত্রী সাবা তাহসিন স্বামীর সন্ধান চেয়ে চিঠি দেন।

চিঠির বিষয়ে জানতে চাইলে বুধবার (২৮ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেন, তার স্ত্রীর চিঠি পেয়েছি। আমরা ইফতেখারের বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করছি।

ইফতেখারের স্ত্রী সাবা তাহসিন চিঠিতে লিখেছেন, গত ২২ আগস্ট একটি ফোনকল আসায় ইফতেখার বাসা থেকে গাড়ির চালকসহ বেরিয়ে যান। চালক তাকে পুরোনো বিমানবন্দর তেজগাঁও এলাকায় নামিয়ে দেন। এরপর থেকে তার ব্যক্তিগত মোবাইলে অফিসিয়াল নম্বরসহ কোথাও পাওয়া যায়নি। সব ধরনের যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে যান তিনি।

টিটি/এমএএইচ/