ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৫৪২ কিলোমিটার রাস্তা, ১৬৬ ব্রিজ-কালভার্ট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৫৩ পিএম, ২৭ আগস্ট ২০২৪

স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে। বন্যাদুর্গত এলাকায় নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগের অধীন সব দপ্তর, সংস্থা এবং প্রতিষ্ঠান।

এরই ধারাবাহিকতায় ২৭ আগস্ট পর্যন্ত বন্যাদুর্গত ১১টি জেলায় স্থানীয় সরকার বিভাগ থেকে বিতরণ করা হয়েছে ৩৬ লাখ ৪৬ হাজার ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট।

মঙ্গলবার (২৭ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে পাওয়া তথ্য মতে, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ হাজার ৫৪২ কিলোমিটার রাস্তা এবং ১ হাজার ৬৬টি ব্রিজ/কালভার্ট। এ পর্যন্ত এলজিইডি কর্তৃক মেরামত করা হয়েছে ৩৪ কিলোমিটার রাস্তা এবং ৬৯টি ব্রিজ/কালভার্ট।

আইএইচআর/এমএইচআর