ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেন র‍্যাব সদস্যরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৯ এএম, ২৪ আগস্ট ২০২৪

চলমান বন্যা পরিস্থিতিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সব পদবির সদস্য তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

তিনি বলেন, বন্যার্তদের সহায়তায় র‍্যাবের সব সদস্য একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করেছেন।

এর আগে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবির সব পদবির সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে টাকা পাঠাবেন যেভাবে

আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠাতে পারেন

• হিসাবের নাম : ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’
• ব্যাংক: সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়
• হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩

এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।

টিটি/ইএ