ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শনিবার থেকে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪৫ এএম, ২৪ আগস্ট ২০২৪

শনিবার থেকে ঢাকা-সিলেট রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে। বন্যা পরিস্থিতির কারণে গত দুই দিন এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত মধ্যরাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান ক্ষুদেবার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২৪ আগস্ট) থেকে ঢাকা-সিলেট রুটে পুনরায় ট্রেন পরিচালনা শুরু হবে। ২৪ আগস্ট ৭১৭ জয়ন্তিকা এক্সপ্রেস, ৭৭৩ কালনী এক্সপ্রেস, ৭৩৯/৭৪০ উপবন এক্সপ্রেস, ১০ নং সুরমা মেইল পরিচালনা করা হবে।

আরও পড়ুন

এর আগে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে ঢাকা-সিলেট এবং ঢাকা-চট্টগ্রাম এই দুই রুটে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেয়।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, আকস্মিক বন্যায় সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের অনেক জায়গায় রেলপথ ডুবে গেছে। এমন অবস্থায় ঝুঁকিপূর্ণ বিবেচনায় সব আন্তঃনগর, কমিউটার ও মেইল ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

এনএস/ইএ