ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সেপ্টেম্বর থেকে পলিথিনের বিরুদ্ধে অভিযান: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২১ আগস্ট ২০২৪

আগামী সেপ্টেম্বর মাস থেকে সারাদেশে পলিথিনের বিরুদ্ধে অভিযান কার্যক্রম চলবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

পরিবেশ উপদেষ্টা বলেন, আপনি যে দোকানে যান সে দোকান থেকে পলিথিন ব্যাগ কিনে আনেন। আমি আপনি কেউ বলি না পলিথিন ব্যাগ দিচ্ছেন কেন, এটা তো নিষিদ্ধ। আমরাও তো হাতে করে নিয়ে আসি।

তিনি বলেন, মার্কেটগুলোতে গিয়ে পলিথিন ব্যাগ ব্যবহার বা বিক্রি বন্ধে প্রথমে আমরা ১৫-২০ দিন সময় দেবো। তারপর অভিযানে যাবো। এটিই আপাতত সিদ্ধান্ত।

সেপ্টেম্বর থেকে পলিথিনের বিরুদ্ধে অভিযান: পরিবেশ উপদেষ্টা

কবে থেকে অভিযান শুরু হবে জানতে চাইলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এর তারিখ নির্ধারিত হয়নি। কারণ, এটির সঙ্গে আরও কয়েকটি সংস্থা সম্পৃক্ত। এখন সবাই একটা আন্দোলনের মুডে আছে। সবাই সবার দাবি পেশ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওইদিকে ব্যস্ত আছে।

তবে সেপ্টেম্বরের মধ্যেই পলিথিনের বিরুদ্ধে অভিযান কার্যক্রম দেখা যাবে বলে জানান তিনি।

আইএইচআর/এমকেআর/জিকেএস