ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভারী বৃষ্টিতে পটিয়ায় মাটির দেওয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১৯ আগস্ট ২০২৪

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত আছে। এর মধ্যেই পটিয়ায় মাটির দেওয়াল ধসে নিঝুম আক্তার (৮) নামের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই মেয়ে শিশুটি স্থানীয় চাটরা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, রাতভর ভারী বৃষ্টির পর সকালে মাটির ঘরের দেওয়াল ভেঙে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মাটিচাপা পড়ে শিশুটি মারা যায়।

এদিকে সোমবার বিকেল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১২২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এতে বাসাবাড়িতে পানি ঢুকে পরায় দুর্ভোগ পোহাচ্ছ নগর ও বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দারা।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা জহিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘ভারী বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এতে পাহাড়ধসের সম্ভাবনা আছে।’

এএজেড/এমআইএইচএস/এএসএম