ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাবুল আক্তারের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৮ আগস্ট ২০২৪

বহুল আলোচিত মিতু হত্যা মামলার অন্যতম আসামি, সাবেক পুলিশ সুপার ও তার স্বামী (এসপি) বাবুল আক্তারের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৮ আগস্ট) বেলা ১২টার দিকে শুনানি শেষে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন।

তিনি বলেন, আমরা এসপি বাবুল আক্তারের পক্ষে ১৪ আগস্ট জামিন আবেদন করেছিলাম। আদালত আজ তা নামঞ্জুর করেছেন। আমরা আলোচনা করে প্রয়োজনে উচ্চ আদালতের জামিন আবেদন করবো।

আইনজীবী কফিল উদ্দিন বলেন, বাবুল আক্তার তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দি। এই দীর্ঘ সময়ে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তাই আমরা চাই তাকে জামিন দেওয়া হোক।

এর আগে গত ৮ আগস্ট ওই আদালতে বাবুলের পক্ষে জামিনের জন্য বিশেষ দরখাস্ত দেওয়া হয়। আদালত সেদিনও জামিন নামঞ্জুর করেছিলেন।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মাহমুদা খানম মিতুকে। স্ত্রীকে খুনের ঘটনায় পুলিশ সদর দপ্তরের তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন।

২০২২ সালের ১৩ সেপ্টেম্বর তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাতজনকে আসামি করে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে। এতে মামলার বাদী বাবুল আক্তারকেই প্রধান আসামি করা হয়। ওই বছরের ১০ অক্টোবর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।

২০২৩ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওই বছরের ৯ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে মিতুর বাবা মোশাররফ হোসেন সাক্ষ্য দেন। এ পর্যন্ত ৯১ জন সাক্ষীর মধ্যে ৫২ জনের সাক্ষ্য সম্পন্ন হয়েছে।

এএজেড/এমএইচআর/এমএস