ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

১ মে থেকে অনিবন্ধিত সিম তিন ঘণ্টা করে বন্ধ

প্রকাশিত: ১২:৪০ পিএম, ৩০ এপ্রিল ২০১৬

বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির যে সকল সিম নির্ধারিত সময়ে পুনঃনিবন্ধন কিংবা রিভেরিফিকেশনের চেষ্টাও করা হয়নি সে সব অনিবন্ধিত সিম পহেলা মে থেকে দৈবচয়নের (র‌্যান্ডম) ভিত্তিতে তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে।  শনিবার বিকেলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

প্রতিমন্ত্রী আরো বলেন,  ৩১ মে রাত ১২টার পর যেসব সিমের নিবন্ধন থাকবে না, সেগুলো কোন ঘোষণা ছাড়াই স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। ৩১ মে রাত ১২টার পর যে সিমগুলো বন্ধ হয়ে যাবে পরবর্তী ১৫ মাসের জন্য সেগুলোর পুনরায় বিক্রি স্থগিত থাকবে। তবে এ নম্বরগুলো অন্য কোথাও বিক্রি করা যাবে না।

আরএম/এআরএস/আরআইপি

আরও পড়ুন