৫ দিন পর পদত্যাগ বাতিলের আবেদন ব্রি মহাপরিচালক ড. শাহজাহানের
গত বৃহস্পতিবার (৮ আগস্ট) পদত্যাগ করেছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। তবে এখন তিনি দাবি করছেন, তাকে ব্রি’র একদল বিজ্ঞানী অফিসে ঢুকে জোরপূর্বক স্বেচ্ছায় অবসর গ্রহণের জন্য লিখিত আবেদনে স্বাক্ষর করতে বাধ্য করেছিলেন।
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন তিনি তার অবসরের ওই আবেদন বাতিলের জন্য আবেদন করেছেন। মঙ্গলবার এজন্য সচিবালয়েও গিয়েছিলেন তিনি।
তবে জাগো নিউজ এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি কোনো বক্তব্য দেননি।
জানা গেছে, শাহজাহান কবীর ৮ আগস্ট কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর স্বেচ্ছা অবসরের চিঠি দেন। এখন তিনি দাবি করেছেন, তার ওই চিঠিতে ব্রি’র কর্মকর্তাদের একটি অংশ জোরপূর্বক স্বাক্ষর নিয়েছেন এবং ডি-নথি আইডি থেকে মন্ত্রণালয়ে পাঠাতে বাধ্য করেছিলেন। অবসরের চিঠিটি বাতিলের জন্য সচিব বরাবর আরও একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানে আগের অবসরের চিঠিটি আমলে না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ব্রিতে সুবিধাবাদী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। আজ মঙ্গলবারও গাজীপুরে অবস্থিত ব্রি-তে শাহজাহান কবীরের নানান অনিয়ম ও দুর্নীতির তদন্ত ও বিচারের দাবিতে সমাবেশ করেছেন ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকেরা।
এদিকে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্রি-এর মহাপরিচালকের স্বেচ্ছা অবসরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়।
এনএইচ/এমএইচআর