ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বৈষম্য দূরীকরণে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মচারীদের মানববন্ধন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৩ আগস্ট ২০২৪

বৈষম্য দূরীকরণ ও নবম জাতীয় পে-স্কেল ঘোষণাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে পরিকল্পনা মন্ত্রণালয় ও ইআরডি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (ইকস)।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে আগারগাঁওয়ের এনইসি ভবনের সামনে কর্মকর্তা কর্মচারীদের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তখন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন অর্থ-পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মানববন্ধনে তারা বৈষম্য নিরসনে নানা ফেস্টুন ও ব্যানার নিয়ে প্রতিবাদ জানান।

দাবিগুলো হলো

১. বেতন বৈষম্য দূরীকরণ

২. দ্রুত ৯ম জাতীয় পে-স্কেল ঘোষণা করতে হবে

৩. বেতন গ্রেড কমিয়ে ১ থেকে ১০ গ্রেড বাস্তবায়ন করতে হবে

৪. পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড অবিলম্বে পুনর্বহাল করতে হবে

৫. ১০০ ভাগ পেনশন বাস্তবায়ন এবং গ্র্যাচুইটির হার ১:৫০০ টাকা নির্ধারণ করতে হবে

৬. বাংলাদেশ সচিবালয়ে নিয়োজিত সব প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের পদনাম ‘উপ-সহকারী সচিব’ করতে হবে

৭. অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের ন্যায় রেশন পদ্ধতি চালু করতে হবে

৮. ১১-১৬ গ্রেডের কর্মচারীদের পদনাম ‘অতিরিক্ত উপ-সহকারী সচিব’ করতে হবে

৯. কর্মকর্তা/কর্মচারীদের বেতন গ্রেড বৈষম্য দূরীকরণ করে ১-১০ গ্রেড প্রবর্তন। উল্লেখ্য ২০তম গ্রেডের বেতন ৮২৫০/-টাকা এবং ১ম গ্রেডের বেতন ৭৮,০০০/-টাকা বেতনসহ অন্যান্য সুবিধা যা ২০তম গ্রেডে বেতন ব্যতীত কোন সুযোগ সুবিধা নেই

১০. নিয়োগ বিধির আওতায় কর্মরত প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের সচিবালয় এর মধ্যে অভ্যন্তরীণ বদলির ব্যবস্থা

১১. সিভিল সার্ভিস ক্যাডার কর্মকর্তাদের ন্যায় কর্মচারীদের নিয়োগ বিধি অনুযায়ী ফিডার পদে সংরক্ষণ ও সঠিক সময়ে পদোন্নতি প্রদান করে বৈষম্য দূরীকরণ

১২. পরিকল্পনা কমিশনের মত গুরুত্বপূর্ণ সেক্টরে রাজস্বখাতে জনবল থাকা সত্ত্বেও বহিরাগত প্রকল্পের জনবল কর্মরত রয়েছে যা দ্রুত অপসারণ করতে হবে। উল্লেখ্য, পরিকল্পনা কমিশনে বাহিরের প্রকল্পের প্রায় ৭০ জন কর্মরত রয়েছে

এমওএস/এসআইটি/জেআইএম