৫ দফা দাবিতে সচিবালয়ে আইসিটি কর্মকর্তাদের মিছিল-সমাবেশ
পদোন্নতি, পদনাম পরিবর্তন, আন্তঃমন্ত্রণালয়ে বদলির ব্যবস্থাসহ পাঁচ দফা দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন সচিবালয়ে কর্মরত আইসিটি কর্মকর্তারা।
একইসঙ্গে তারা দাবি পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে একটি আবেদনও দিয়েছেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে তারা সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে থেকে মিছিল বের করেন। এরপর পানির পাম্পের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
তারা বলেন, একটি বৈষম্যহীন স্বচ্ছ জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের দক্ষ মানবসম্পদ হিসেবে আইসিটি খাতকে গড়ে তোলার জন্য এবং প্রতিবন্ধকতা, হতাশা নিরসনে দাবিগুলো বাস্তবায়ন ও কার্যকর করতে সচিবের আশু পদক্ষেপ কামনা করছি।
দাবিগুলো হলো
১. সচিবালয়ে কর্মরত আইসিটি জনবলের আন্তঃমন্ত্রণালয়ে বদলি ও পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. সচিবালয়ের মূল পদের সঙ্গে সংগতিপূর্ণ রেখে বিভিন্ন পদনাম পরিবর্তন করতে হবে।
আরও পড়ুন>>>
পদোন্নতির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারীদের বিক্ষোভ
৩. সব মন্ত্রণালয়ে ও বিভাগে আইসিটি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত আইসিটি অনুবিভাগ স্থাপন করতে হবে।
৪. সব মন্ত্রণালয় ও বিভাগে আইসিটির ষষ্ঠ গ্রেড ও এর ওপরের পদে সরাসরি নিয়োগ বন্ধ করে পদোন্নতির সুযোগ সৃষ্টি করতে হবে।
৫. আইসিটি কর্মকর্তাদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রেখে যথোপযুক্ত ক্যারিয়ার প্লান তৈরি ও যুগোপযোগী আইসিটি ভিত্তিক বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
আরএমএম/এসআইটি/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ জামুকা-মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন
- ২ শাহজালালে লাউঞ্জ চালু করায় প্রশংসা করলেন বিমান উপদেষ্টা
- ৩ সংবিধান সংশোধনের একমাত্র অধিকার পার্লামেন্টের: হাসান আরিফ
- ৪ পর্যাপ্ত ও মানসম্পন্ন জলবায়ু অর্থায়নের আহ্বান জানালো বাংলাদেশ
- ৫ ১০ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানো হবে: আইন উপদেষ্টা